কক্সবাজারের টেকনাফে সেলিম (৩৭) নামের এক মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে উপজেলার বাহারছড়ার নোয়াখালী পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সেলিম টেকনাফ বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকার মৃত আবুল কাশেম প্রকাশ কাশিমের ছেলে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান,রবিবার ভোরে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে বাহারছড়ার নোয়াখালী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচারে জড়িত ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। সেলিমকে সংশ্লিষ্ট মামলায় কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব