ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সোমবার বিকালে উজ্জ্বল বিশ্বাস (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমী মজুমদার এ আদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত উজ্জ্বল বিশ্বাস শৈলকুপা উপজেলার বড় কুলচারা গ্রামের চতুর আলী বিশ্বাসের ছেলে।
শৈলকুপা থানার ওসি তোজাম্মেল হক জানান, দীর্ঘদিন ধরে উজ্জ্বল বিশ্বাস এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। সোমবার দুপুরে পুলিশ মাদকসহ উজ্জ্বলকে হাতে-নামে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে হাজির করলে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
বিডি-প্রতিদিন/ ০৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন