নাটোরের নলডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১০জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে আবু বক্কর সিদ্দিক, শমসুল আলম, সোবহান, কামরুল ইসলাম, আনু, সুরজান সহ ৮জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার উপজেলার শেখপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবির দত্ত ও স্থানীয়রা জানায়, নলডাঙ্গা উপজেলার শেখপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিক ও আবেদ আলীর মধ্যে তিন শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার আবেদ আলীর নেতৃত্বে বেশ কয়েকজন বিবাদমান ওই জমিতে বাঁশ কাটতে গেলে আবু বক্কর সিদ্দিকের লোক জন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১০জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বিডি-প্রতিদিন/ ০৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন