বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় বাগেরহাটে সম্পন্ন হয়েছে।
কাউন্সিলে মোরেলগঞ্জ উপজেলা শাখা সভাপতি পদে শহিদুল হক বাবুল ও পৌর বিএনপির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুল মজিদ জব্বার আবারো নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাড. খান কেরামত আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আফজাল হোসেন জমাদ্দার।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্ধী রয়েছেন। এই তিন জনের মধ্যে সমন্বয় সাপেক্ষে জেলা বিএনপির নেতৃবৃন্দ আজ রাতে সাধারণ সম্পাদক নির্বাচন করবেন।
প্রায় ৮বছর পরে মোরেলগঞ্জ বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হল। কাউন্সিলে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হলেও উপজেলা ও পৌর বিএনপির সভাপতি পদে আসেনি কোন নতুন মুখ। বাগেরহাট জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলের প্রথমার্ধে সভাপতিত্ব করেন শহিদুল হক বাবুল এবং দ্বিতীয়ার্ধে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এম.এ সালাম।
বিডি-প্রতিদিন/ ০৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন