ছাত্রীদের ইভটিজিংয়ে বখাটদের বাধা দেওয়ায় নোয়াখালীর সদর উপজেলার সুজাপুর আবদুল হাই উচ্চ বিদ্যালয়ে দুর্বৃত্তরা সন্ত্রাসী হামলা চালিয়ে স্কুলের নব-নির্মিত দেয়াল ভাংচুর করেছে।
রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুজাপুর এলাকার আসে পাশে প্রায় ৩ কি:মি: এর মধ্যে কোন উচ্চ বিদ্যালয় না থাকায় ২০১৪ সালে স্থানীয় লোকজন ও দানবীর এ এস এম শহিদুল ইসলাম মিলন তার বাড়ির পাশে নিজস্ব জায়গাতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন তার পিতার নামে সুজাপুর আবদুল হাই উচ্চ বিদ্যালয়।
শুরু থেকে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা আসা যাওয়ার পথে স্থানীয় কিছু বখাটে ইভটিজিং করে আসছে। বখাটেদের উৎপাত থেকে ছাত্র-ছাত্রীদের নিরাপদে রাখার লক্ষ্যে গত ৪/৫ দিন যাবৎ বিদ্যালয়ের বাউন্ডারী দেয়াল নির্মাণের কাজ করছেন স্কুল কর্তৃপক্ষ। এতে স্থানীয় বখাটেরা ক্ষিপ্ত হয়ে রবিবার গভীর রাতে বিদ্যালয়ে নব-নির্মিত বাউন্ডারীর দেওয়াল ভাঙ্গে এবং শ্রেণি কক্ষের কয়েকটি চেয়ার টেবিল ভাংচুর করে। এ ঘটনার পর থেকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে চরম আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ উদ্দিন বলেন, এলাকায় কিছু বখাটের উৎপাতে আমরা অতিষ্ট। রবিবার রাতে কে বা কারা বিদ্যালয়ের বাউন্ডারীর দেয়ালের কিছু অংশ ও কয়েকটি চেয়ার টেবিল ভাংচুর করে।
এ ব্যাপারে সুধারাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমার নিকট কেউ কোন অভিযোগ ও করেনি। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নিব।
বিডি-প্রতিদিন/ ০৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন