কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফের (৭৫) দাফন সম্পন্ন হয়েছে।
৩ দফা জানাযা শেষে তাকে সোমবার বিকালে নগরীর টিক্কারচর কবরস্থানে দাফন করা হয়। রবিবার রাত সাড়ে ১১টায় মহানগরীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
দীর্ঘ দিন যাবৎ তিনি ডায়াবেটিকস ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি নগরীর চকবাজার এলাকার প্রয়াত হাজী এয়াকুর আলী সওদাগরের ৪ ছেলে ২ মেয়ের মধ্যে ৪র্থ ছিলেন।
সোমবার বেলা ১১টায় তার দীর্ঘ দিনের কর্মস্থল কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ে প্রথম নামাজে জানাজার পর মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রথমে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন এবং দুপুরে কান্দিরপাড়স্থ দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেয়া হয়। বাদ জোহর কুমিল্লা টাউন হল মাঠে ২য় জানাজা এবং বাদ আছর নগরীর চকবাজার ইসলামিয়া আলীয়া মাদ্রাসা মাঠে ৩য় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
টাউন হলে জানাযার আগে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফের মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়। নামাজে জানাজায় সদর আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সিটি মেয়র মো: মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো: ওমর ফারুকসহ দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
বিডি-প্রতিদিন/ ০৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন