সিরাজগঞ্জের সলঙ্গা ও তাড়াশে বাল্য বিয়ের আয়োজন করায় বরসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার রাতে তাড়াশ ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পৃথক দুটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার জগতগাতী গ্রামের তোফাজ্জল হোসেন, তার ছেলে বর ইউসুফ আলী, ঘটক মোসলেম শেখ ও হাটকান্দা গ্রামে কনের দাদা আব্দুল সেখ এবং তাড়াশের কুসুম্বি গ্রামে অপর কনের চাচা নুরুল ইসলাম।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল আক্তার জানান, হাটকান্দা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে স্থানীয় ইডিএন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী দিপা খাতুনের সাথে সদর উপজেলার জগতগাতী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ইউসুফ আলীর বাল্য বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বর, বরের বাবা, ঘটক ও কনের দাদাকে আটক করা হয়। পরে প্রত্যেককে একমাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান খান জানান, বারুহাস মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী ফাতেমা বেগমের সাথে নাটোরের সিংড়ার সোনাপাচিল গ্রামের এক ছেলের বাল্য বিয়ের আয়োজন করা হচ্ছে এমন অভিযোগে কনের বাড়ি কুসুম্বী গ্রামে অভিযান চালানো হয়। এসময় কনের চাচা নুর ইসলাম ও বরের চাচা বজলার রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত কনের চাচাকে ৭ দিনের কারাদণ্ড ও বরের চাচা আলহাজ বজলার রহমানকে একহাজার টাকা জরিমানা করে।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ