দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা সাব রেজিষ্ট্রার মো. গোলাম মোর্তূজার অপসারনের দাবিতে সোমবার সেতাবগঞ্জ পৌরশহরে বিক্ষোভ মিছিল করেছে দলিল লেখক সমিতিসহ বোচাগঞ্জের সর্বস্তরের মানুষ।
তাদের বক্তব্যে বলেন, বোচাগঞ্জ সাব রেজিষ্ট্রার গোলাম মোর্তুজা বোচাগঞ্জে যোগদান করার পর থেকেই নিজেকে ছাত্রলীগের একজন হিসেবে জাহির করছেন। বোচাগঞ্জে অফিস চলাকালীন সময়ে তিনি সকাল ৯টার পরিবর্তে বেলা সাড়ে ১২টা পর্যন্ত তার খাস কামরায় কাটান। এসময় দলিল লেখকরা তার নিকট দলিল নিয়ে গেলে তিনি বলেন দলিল দাখিলের পূর্বেই তার সাথে আলাপ করতে হবে, অন্যথায় দলিল করা হবে না। কবলা দলিলের ক্ষেত্রে মূল দলিল, খাজনা ও খারিজের মূল কপি এবং ভায়া দলিল সমূহের ফটোকপি, উৎকোচের টাকা, হেবার ঘোষণা, বন্টন নামা, অছিয়ত, পাওয়ার, রদ রহিত করণ, ঘোষনা পত্র ইত্যাদি দাখিল করার পর তিনি দলিল রেজিষ্ট্রি করেন।
গত এক সপ্তাহ ধরে চলছে দলিল লেখকদের কর্মবিরতি। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অপরদিকে সাধারণ মানুষকে সীমাহীন ভোগান্তির স্বীকার হতে হচ্ছে।
বিক্ষোভ মিছিল শেষে রেজিষ্ট্রি অফিস চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারন সম্পাদক হরি চন্দ্র রায়, শেখর কুমার দত্ত ভোলা, আইয়ুব আলী প্রমুখ।
গত কয়েকদিন ধরে দলিল সম্পাদন না হওয়ায় বোচাগঞ্জ রেজিষ্ট্রি অফিস কার্যত অচল হয়ে পড়েছে। ইতিমধ্যে সাব রেজিষ্ট্রারের অপসারনের দাবিতে শহরে পোষ্টারিং করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ