লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র আরমান ও স্বপন নামের এক কিশোর নিহত হয়েছেন। এসময় কমপক্ষে ১৫ জন আহত হন। সোমবার সন্ধ্যায় কমলনগরে মাইক্রোবাসের ধাক্কায় আরমান নিহত হন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে গিয়ে ১৫ জন যাত্রী আহত হয়। এদিকে জেলার রায়পুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক চাপায় স্বপন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত আরমান কমলনগর উপজেলার চর পাগলা গ্রামের রুহুল আমিনের ছেলে এবং হাজিরহাট উপকূল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও নিহত স্বপন উপজেলার পূর্ব কেরোয়া গ্রামের খোকনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লক্ষ্মীপুর সদরের টুমচর থেকে বিয়ের অনুষ্ঠান শেষে বর-কনের আত্মীয়-স্বজনদের নিয়ে একটি মাইক্রোবাস রামগতির আলেকজান্ডারে যাচ্ছিল। এসময় মোটর সাইকেল আরোহী কলেজ ছাত্র আরমান রাস্তার পূর্ব পাশ থেকে বের হয়ে মেইন সড়কে উঠলে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরমান মারা যান। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি উল্টে গিয়ে ১৫ জন যাত্রী আহত হন।
এদিকে, রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় স্বপন তার এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলযোগে ফরিদগঞ্জ থেকে আসে। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে স্বপনের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ