প্রেমিকা মুন্নির মৃত্যুর খবর শুনেই রশিতে ঝুলে আত্মহত্যা করেছে প্রেমিক মিনারুল। মঙ্গলবার রাতে গাংনী উপজেলার বালুয়াঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী জানায়, ৬ মাস আগে বালিয় ঘাট গ্রামের হাবজাল হোসেনের ছেলে মিানরুল (১৮) ও একই গ্রামের মুনতাজ আলীর মেয়ে মুন্নির (১৩) মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা পরস্পর পরস্পরকে বিয়ে করত চাইলে বিয়ের বয়স না হওয়ায় মুন্নির পরিবার বিয়েতে অসম্মত জানায়। এদিকে মিনারুলের অন্যত্র বিয়ে হচ্ছে এমন খবর শুনে মঙ্গলবার রাতে মুন্নি বিষপান করে। মুন্নিকে উদ্ধার করে বামুন্দি বাজারের একটি ক্লিনিকে নিয়ে আসলে ক্লিনিকের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মুন্নির মৃত্যুর খবর প্রেমিক মিনারুলের কানে পৌঁছালে সেও গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
মুন্নির বড়বোন রোকসানা জানান, বয়স না হওয়ার কারণে বিয়ে দিতে রাজি না হওয়ায় মুন্নি বিষপান করে আত্মহত্যা করেছে।
বিডি-প্রতিদিন/ ২৫ ফেব্রুয়ারি, ২০১৬/ সালাহ উদ্দিন/ রশিদা