মুন্সীগঞ্জে ইয়াবা ব্যবসায়ী সাখাওয়াত হোসেন সজিব (২৫)-কে সাত বছরের সশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন মুন্সীগঞ্জের জেলা ও দায়র জজ আদালত।
গতকাল বুধরার বিকাল ৪টার দিকে জরাজীর্ণ আদালতে এ রায় প্রকাশ করেন জেলা ও দায়রা জজ মোহাম্মাদ শওকত আলী চৌধুরী।
আদালত সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের গজারিয়া থানার ইমামপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. শাখাওয়াত হোসেন সজিব এক হাজার ষোল পিস ইয়াবাসহ উপজেলার কলিমুল্লা কলেজ গেট এলাকায় ২০১৫ সালে মার্চ মাসে র্যাবের হাতে আটক হয়। পরবর্তীতে র্যাব গজারিয়া পুলিশের কাছে হস্থান্তর করলে, পুলিশ বাদী হয়ে গজারিয়া থানায় তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে তাকে জেল হাজতে প্রেরন করে। গজারিয়া থানার মামলা নম্বর ৯ (৩)১৫ যার শেসন নম্বর ৯০/১৫। দির্ঘ শুনানী ও সাক্ষ্য প্রমান শেষে আদালত গতকাল বুধবার বিকেলে এ রায় ঘোষণা করেন। এ সময় কাঠগড়ায় উপস্থিত আসামি কান্নায় ভেঙ্গে পড়েন।
বিডি-প্রতিদিন/ ২৫ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা