'দুর্যোগে পাবো না ভয়, দুর্যোগকে আমরা করবো জয়' এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে আজ জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো. ইউসুফ আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এছাড়াও র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রেডক্রিসেন্ট এবং এনজিও কর্মীসহ বিপুলসংখ্যক লোকজন অংশ নেন।
বিডি-প্রতিদিন/১০ মার্চ ২০১৬/শরীফ