বরিশালের কালাবদর নদীতে স্পীডবোটের ধাক্কায় নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর জেলে জামাল হোসেনের ভাসমান লাশ উদ্ধার করেছে স্বজনরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার লাহারহাট ফেরীঘাট সংলগ্ন কালাবদর নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার এসআই আলমগীর হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নৌকায় মাছ ধরারত অবস্থায় স্পীডবোটের ধাক্কায় জেলে জামাল নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং জামালের স্বজন ও স্থানীয়রা নদীতে তল্লাশী চালায়। দুর্ঘটনাস্থানের পাশেই বৃহস্পতিবার সকালে জামালের মরদেহ ভেসে ওঠে। এ সময় স্বজনরা তার লাশ উদ্ধার করে। জামাল হোসেন বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের আইউব আলীর ছেলে।
জামালের চাচা আমজাদ আলী জানান, তিনি ও জামাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নৌকায় কালাবদর নদীতে মাছ ধরছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে ভোলা থেকে বরিশালগামী একটি স্পীডবোট তাদের নৌকায় ধাক্কা দেয়। এতে জামাল নদীতে পড়ে নিখোঁজ হয়। দুর্ঘটনাস্থলে নদীর পানি তাৎক্ষনিক লাল হয়ে যাওয়ায় ধারণা করা হয় স্পীডবোটের পাখায় কাটা পড়ে জামাল ডুবে গেছে। দুর্ঘটনার পর পরই স্পীডবোটটি পালিয়ে যায়। ওই রাত থেকে স্থানীয়ভাবে জামালের সন্ধান শুরু হয়। বুধবার বেলা ১১টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও তাদের সঙ্গে যোগ দেয়। কিন্তু পাওয়া যায়নি। বৃহস্পতিবার তার লাশ ভেসে ওঠে।
বিডি-প্রতিদিন/১০ মার্চ ২০১৬/ এস আহমেদ