লালমনিরহাটের পাটগ্রামে শিক্ষক-শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় বিক্ষোভ সমাবেশ ও স্বারকলিপি প্রদান করেছে উপজেলার সকল মাধ্যমিক-নিম্ন মাধ্যমিক শিক্ষক-কর্মচারীবৃন্দ। এতে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এদিকে বুধবার রাতে এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেছেন উপজেলার রসুলপুর আব্দাল হোসেন বসুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন। ওই দিন দুপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে যুবলীগ ক্যাডারদের হামলার শিকার হয় স্কুলের প্রধান শিক্ষকসহ ৯ শিক্ষার্থী।
এরই প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে উপজেলার সকল মাধ্যমিক-নিম্ম মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের ব্যানারে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি পাটগ্রাম টিএন স্কুল এন্ড কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাটগ্রাম টিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব প্রধান, পানবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান সোহেল, ধবলগুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুর রহমান, মির্জারকোট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন প্রধান, বাউড়া আরেফা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, রসুলপুর আব্দাল হোসেন বসুনিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হামিদুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘হামলাকারীরা শুধু শিক্ষক-শিক্ষার্থীদেরকে মারধর করেনি, তারা সমাজের বিবেককেও লাঞ্ছিত করেছে’। তাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। অন্যথায় উপজেলার সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা।
পরে শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে এনিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান রহুল আমিন বাবুল ও ইউএনও নূর-কুতুবুল আলমের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, আসামীদের গ্রেফতারে পুলিশ জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, বুধবার দুপুরে রসুলপুর আব্দাল হোসেন বসুনিয়া উচ্চ বিদ্যালয়ের একটি গাছের ডাল কাটা নিয়ে স্থানীয় শাফিউল ইসলামের বাকবিন্ড শুরু হয় প্রধান শিক্ষকের। পরে তাতে যোগ দিয়ে ওই এলাকার যুবলীগ নেতা সুশীল কুমার সেন ওরফে গাটু প্রধান শিক্ষক দুলাল হোসেনকে চর-থাপ্পর ও লাঠি দিয়ে মারপিট করলে ক্ষুদ্ধ হয়ে উঠে শিক্ষক-শিক্ষার্থীরা। এরই প্রতিবাদে বিক্ষুদ্ধ শিক্ষক-শিক্ষার্থীরা একটি মিছিল বের করলে তাতে হামলা চালায় যুবলীগ ক্যাডাররা। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেনসহ ৯ শিক্ষার্থী আহত হলে তাদেরকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মিলন নামের এক ছাত্রকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৬/মাহবুব