পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুস ছালাম শেখকে আওয়ামী লীগের চেয়ারম্যান ও তার সমর্থক কর্তৃক হয়রানীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সদর উপজেলা বিএনপি।
শনিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
লিখিত বক্তব্য অভিযোগ করা হয়, বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ঘর থেকে বের হতে দেয়া হচ্ছে না। আর কেউ প্রচার চালালে তাদের মরধর করা হচ্ছে। চেয়ারম্যান প্রার্থীর ভাই কে প্রচার চালানোর সময় হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ আনা হয় লিখিত বক্তব্যে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ শহিদুল্লাহ শহীদ, কদমতলা ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুস ছালাম শেখসহ বিএনপির নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/ ১২ মার্চ ১৬/ সালাহ উদ্দীন