হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার একটি মাদরাসা থেকে নিখোঁজ হওয়া চার শিশুর সন্ধান পাওয়া গেছে।
হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জয় দেব ভদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিখোঁজ চার শিশু হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় রয়েছে। এক শিশুর ফুফুর বাড়িতে তারা রয়েছে।
তবে কোন শিশুর ফুফুর বাড়ি তা এখানো জানা যায়নি। জয়দেব বলেন, ধারণা করা হচ্ছে লেখাপাড়ার ভয়ে তারা মাদরাসা থেকে পালিয়ে গেছে। তবে শিশুদের উদ্ধারের পর আসল তথ্য জানা যাবে।
তিনি আরো জানান, শিশুদের উদ্ধারের জন্য পুলিশ নবীগঞ্জ থাকায় অবস্থান করছে। সেখানে নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতা উদ্ধার অভিযান চালানো হবে।
এর আগে শনিবার বিকেলে এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪১৫) দায়ের করেন নিখোঁজ শিশু রাফিদের বাবা বাহুবল উপজেলার চারগাঁও গ্রামের বাসিন্দা আহমদ রশিদ মনু মিয়া।
বিডি-প্রতিদিন/ ১২ মার্চ ১৬/ সালাহ উদ্দীন