বরিশাল-ঢাকা মহাসড়কে পিকআপ ভ্যান উল্টে বেলায়েত হোসেন (৫০) নামের এব বৃদ্ধ নিহত এবং কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাতে গৌরনদীর মাহিলারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত বেলায়েত আগৈলঝাড়া উপজেলার বাশাইল কাজী বাড়ি জামে মসজিদের ইমাম।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান চৌধুরী জানান, আগৈলঝারার বাশাইল গ্রামের বাসিন্দা ও শর্শিনা পীরের বেশ কয়েকজন মুরিদ ছোট পিকআপ ভ্যানযোগে একটি মাহফিল শেষে বাড়িতে ফিরছিলেন। পিকআপটি বরিশাল-ঢাকা মহাসড়কের মাহিলারা এলাকায় পৌঁছালে পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এতে বেলায়েত হোসেনসহ ৪ জন আহত হয়। পরে তাদের মধ্যে থেকে গুরুতর আহত বেলায়েত মারা যান।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৬/মাহবুব