সিরাজগঞ্জের রায়গঞ্জে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে শনিবার দু'পক্ষের সংঘর্ষে গুরুতর আহত আব্দুল কুদ্দুস (৫০) মারা গেছেন।
রবিবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আব্দুল কুদ্দুস উপজেলার ব্রহ্মগাছা গ্রামের হামিন-দামিন গ্রামের মৃত বিশা সেখের ছেলে।
বৃহ্মগাছা ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন নাজির উদ্দিন জানান, বিএডিসি প্রকল্পের গভীর নলকূপের দখল নিয়ে হামিন-দামিন গ্রামের আব্দুল কুদুস ও হবিবর রহমান গ্রুপের মধ্যে শনিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আব্দুল কুদ্দুসসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কুদ্দুসকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে আব্দুল কুদ্দুস মারা যান। এদিকে কুদ্দসের মৃত্যুর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, লাশ ময়নাতদন্ত শেষে রায়গঞ্জে আনা হবে। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৬/মাহবুব