সাভারের আশুলিয়ায় পুলিশের সহযোগিতায় মসজিদ, স্কুল ও ঈদগাহ মাঠের জমি দখল করে নেওয়ার অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ সকালে আশুলিয়ার নলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন জানান, আশুলিয়া থানা পুলিশের এস আই মশিউর রহমানের ক্ষমতার দাপট দেখিয়ে নলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও ঈদগাহ মাঠের ৮৩ শতাংশ জমির ১৬ শতাংশ জমি দখল করার চেষ্টা করে নলাম এলাকার ভূমি দস্যু নজরুল তালুকদার। বেঁচে থাকতে স্কুল, মসজিদ ও ঈদগাহ মাঠের জমি দখল করতে দিবেন না বলে হুশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ ২০১৬/শরীফ