৮টি বিদেশি পিস্তুল, ১৬টি ম্যাগভজিন ও ১৪০ রাউন্ডি তাজা গুলিসহ মো. আলাউদ্দিন (৫০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত আলাউদ্দিন হচ্ছেন শিবগঞ্জ উপজেলার চামাটোলা গ্রামের মৃত সলিমুদ্দিন মন্ডলের ছেলে।
র্যাব-৫’র অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর আহসানের নেতৃত্বে একটি চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজার এলাকায় ওঁৎ পেতে বসে থাকে।
একপর্যায়ে সকাল সোয়া ৮টার দিকে অস্ত্র ব্যবসায়ী আলাউদ্দিন সাইকেলযোগে একটি ব্যাগ নিয়ে রানীহাটি বাজার এলাকায় আসলে তাকে চ্যালেঞ্জ করা হয় এবং তার ব্যাগ তল্লাশি করে কার্বন পেপারে মোড়ানো অবস্থায় ৮টি পিস্তুল, ১৪০ রাউন্ড তাজা গুলি ও ১৬টি ম্যাগজিন উদ্ধারসহ তাকে আটক করা হয়।
আটককৃত আলাউদ্দিন দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্রের ব্যবসার সঙ্গে জড়িত এবং অস্ত্রগুলো আসন্ন ইউপি নির্বাচনে সহিংসতার কাজে ব্যবহারের জন্য অর্ডারের ভিত্তিতে ভারত থেকে আনা হয়েছিল বলে সে র্যাবের কাছে স্বীকার করেছে।
উল্লেখ্য, গত বছর র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬০টি পিস্তুল উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ ২০১৬/শরীফ