সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বাস চায়ের দোকানে ঢুকে পড়লে এতে চাপা পড়ে আব্দুল হান্নান (৩০) নামে এক হোমিওচিকিৎসকের মৃত্যুহয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৫জন আহত হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সলঙ্গার পাঁচলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান সলঙ্গা থানার পাঁচলিয়া পুর্বপাড়া গ্রামের সোরহাব আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল গণি জানান, ঢাকা থেকে রংপুরগামী খালেক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের বাবু মিয়ার চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা হোমিও চিকিৎসক আব্দুল হান্নান বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় চায়ের দোকানে থাকা আব্দুল হালিমসহ আরো অন্তত ৫জন আহত হয়। গুর’তর অবস্থায় হালিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর থানা হেফাজতে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তা বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ ২০১৬/শরীফ