ঝালকাঠিতে ইউপি নির্বাচনে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। জেলার কাঁঠালিয়া উপজেলার পাটিকেলঘাটা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত শিশির দাসের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে তার সমর্থকদের মারধর করেছেন বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম হৃদয়ের সমর্থকরা। এমন অভিযোগে কাঁঠালিয়া থানায় একটি হৃদয়সহ ১৫জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। হৃদয় ও তার সমর্থকরা গ্রেফতার আতংকে এলাকা ছাড়া রয়েছে বলেও জানান তিনি।
শিশির দাস মামলায় উল্লেখ করেন, তার পাটিকেলঘাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ড নির্বাচনী কার্যালয়ে হামলা করে ভাংচুর করে তার সমর্থকদের আহত করে। অহতরা বর্তমানে কাঁঠালিয়ার আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
অপরদিকে হৃদয়ের ৭নং ওয়ার্ড মরিচবুনিয়া নির্বাচনী কার্যালয় ও ৫ ওয়ার্ড নিয়ামতপুরা কুয়াশা বাজার কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। শৌলজালিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন অভিযোগ করে বলেন, সাবেক ছাত্রলীগ নেতা বিদ্রোহী প্রার্থী তরিকুল ইসলাম বুলবুল বহিরাগত ভাড়া করা সন্ত্রাসীদের এনে তার কর্মী সমর্থকদের প্রচারে বাধা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে। বুলবুল উল্টো রিপনের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়ে দিয়ে বলেন, রিপনের বড় ভাই খাইরুল মান্নান সরকারের উচ্চ পর্যায়ের আমলা। তারা প্রভাব বিস্তার করে আমাকে নির্বাচনী মাঠে থাকতে দিচ্ছেন না।
কাঠালিয়া সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের প্রার্থী গোলাম কিবরিয়া সিকদার বলেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির নাসির উদ্দিন মুন্সিকে মাঠে খুজে পাওয়া যায় না। আমিও চাই তিনি মাঠে থাকুক। আমুয়া ইউনিয়নের বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান আকতার উদ্দিন নিজাম মিরবহর ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুস্তম বেপারী বলেন, প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ফোরকান সিকদার তাদের সমর্থকদের বাড়ি লোক পাঠিয়ে হুমকি দিচ্ছেন। তিনি নির্বাচনে ভোট ডাকাতির আশংকা করছেন।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ ২০১৬/শরীফ