কক্সবাজারের টেকনাফে রবিবার ভোররাতে ইয়াবা ও নগদ টাকাসহ দুই সহোদরকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গ্রেফতারকৃতরা হলেন: মো. রফিক (২২) ও মো. ফেরদৌস (২৫)। তারা টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী এলাকার মৃত চাঁদ মিয়ার ছেলে।
২ বর্ডার গার্ড ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের হাবিলদার শাহজাহানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযানে যায়। এ সময় টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী এলাকার মৃত চাঁদ মিয়ার বাড়ি থেকে ২ হাজার পিস ইয়াবা, নগদ ৯০ হাজার টাকা ও মোবাইল সেটসহ দুই ভাইকে গ্রেফতার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
উদ্ধার ইয়াবাসহ গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ।
বিডি-প্রতিদিন/ ১৩ মার্চ, ২০১৬/ রশিদা