বগুড়ায় গোয়ালঘরে রাখা কয়েল থেকে আগুন লেগে দগ্ধ হয়েছেন কৃষক দম্পতি হোসেন আলী (৫৫) ও তার স্ত্রী নূরজাহান খাতুন (৪৫)। গত শনিবার রাতে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মশা তাড়াতে শনিবার রাতে হোসেন আলী গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে রাখেন। হঠাৎ কয়েল থেকে ঘরের বেড়ায় আগুন ছড়িয়ে পড়ে। এতে গোয়ালঘর পুড়ে যায় এবং প্রায় এক লাখ টাকা মূল্যের দুটি গরু পুড়ে মারা যায়।
এক পর্যায়ে গোয়ালঘর থেকে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে দুটি টিনশেড ঘর, আসবাসপত্র ও খাদ্যশস্য পুড়ে ছাই হয়ে যায়। এ সময় দগ্ধ হন হোসেন আলী ও নূরজাহান। আগুনে প্রায় তিন লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
বগুড়ার ধুনট ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ ইয়াকুব আলী বলেন, স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ ২০১৬/ এস আহমেদ