বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পান্ডব নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শাহদত গাজী (৯) নামের শিশুটির রবিবার বিকাল পর্যন্ত সন্ধান মেলেনি। গত শনিবার দুপুর ১টায় শিশুটি নিখোঁজ হয়। এদিকে শনিবার সকালে বরিশালের শহীদ আব্দুর রব সেতু (দপদপিয়া সেতু) থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দেয়া অজ্ঞাত তরুনীর (১৯) সন্ধানও রবিবার বিকেল পর্যন্ত পাওয়া যায়নি। উভয় ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল অভিযান চালিয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার আ. করিম জানান, বাকেরগঞ্জের ছোট কৃঞ্চকাঠী গ্রামের মাইনুল গাজীর ছেলে শাহদত গাজী সমবয়সী আরও তিন শিশুর সঙ্গে শনিবার দুপুরে পান্ডব নদীতে সাঁতার কাটতে নামে। এসময় স্রোতের টানে শাহদত গাজী ডুবে যায়। অভিভাবকরা স্থানীয়ভাবে অভিযান চালিয়ে শাহাদতের সন্ধানে ব্যর্থ হয়ে রবিবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তা চায়। ডিফেন্সের ডুুবুরি দল সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত পান্ডব নদীতে অভিযান চালিয়ে শাহাদতের সন্ধান পায়নি।
এদিকে শনিবার সকালে দপদপিয়া সেতু থেকে ঝাপিয়ে কীর্তনখোলা নদীতে পড়ে ডুবে যায় এক তরুণী। রবিবার বিকেল ৪টা পর্যন্ত নদীর কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশী চালানো হলেও ওই তরুনীর সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার।
কোতোয়ালী থানার ওসি সাখাওয়াত হোসাইন জানান, নদীতে ঝাপিয়ে পড়া তরুনীর পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ ২০১৬/ এস আহমেদ