লক্ষ্মীপুরের রামগতির চর পোড়াগাছা ইউপি র্নিবাচনের প্রচারণায় বাধা দেয়ার পাল্টাপাল্টি অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থীরা। আজ রবিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী মহিন উদ্দিন (চশমা প্রতীক) ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামাল পাশা গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, সরকার দলীয় চেয়ারম্যান (নৌকা প্রতীক) প্রার্থীর সমর্থকরা নির্বাচনী আচারণ বিধি লংঘন করে মোটর সাইকেল মহড়া, পোস্টার ছিঁড়ে ফেলা, মাইক্রোফোন ছিনতাইসহ তাদের প্রচার কাজে বাধা দিচ্ছেন। এতে করে সুষ্ঠু ভোট অনুষ্ঠানে শংকা প্রকাশ করে নির্বাচন কমিশন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
অপরদিকে, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন তাদের অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন এ দুই প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
প্রসঙ্গত, স্থানীয় সরকারের সর্বশেষ স্তরের কাঠামো ইউনিয়ন পরিষদের র্নিবাচনের প্রথম দফায় ২২ মার্চ লক্ষ্মীপুর জেলার রামগতিতে ২টি ও কমলনগর উপজেলার ৪টিসহ ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/ ১৩ মার্চ, ২০১৬/ রশিদা