নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় মনির হোসেন নামে এক যুবককে মাদক ব্যবসায়ীরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার মধ্যে রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূনর্বাসন কেন্দ্রে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ওই এলাকার জাহাঙ্গীর খন্দকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চনপাড়া পূনর্বাসন কেন্দ্রসহ আশ-পাশের এলাকায় দীর্ঘ দিন ধরে আবু সাইদের পুত্র মিল্লাত হোসেন বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিলো। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে মিল্লাত হোসেন এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রিকালে যুবক মাক্কি বাঁধা প্রদান করেন। এসময় মাক্কির সঙ্গে মিল্লাত হোসেনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা মাক্কির ডান হাতের ৫টি আঙ্গুল কেটে ফেলে। খবর পেয়ে মাক্কির বন্ধু মনির হোসেন ঘটনাস্থলে এসে প্রতিবাদ করেন। এসময় মনির হোসেনকে হত্যার হুমকি দেয় মাদক ব্যবসায়ীরা। এক পর্যায়ে উত্তেজিত মিল্লাত, আলমসহ ১০/১২ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে মনির হোসেনকে ধাওয়া করে। পরে খেলার মাঠ এলাকায় মনির হোসেনকে কুপিয়ে হত্যা করে তারা ।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
এদিকে নিহত মনির হোসেনের মা খাদিজা বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে মাক্কির হাতের আঙ্গুল কেটে ফেলা হয়েছে বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় মনির হোসেনকে। পরে সে আর বাড়ি ফিরে আসেনি। ভোরে মনির হোসেনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বাড়িতে খবর দেয়। মিল্লাত ও তার লোকজনই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান তিনি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ ২০১৬/ এস আহমেদ