ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শাহজালাল হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার বিকেলে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবির এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন: এমদাদুল, এরশাদুল, সাইদুল, ইদ্রিস আলী, জুয়েল, আকরাম হোসেন, গিয়াস উদ্দিন, হেলাল উদ্দিন ও বাচ্চু মিয়া। ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর নওয়াজেশ আলী মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৩ সালের ১৮ মে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন ঈশ্বরগঞ্জ উপজেলার ভাটিরনপাড়া গ্রামের শাহাজালাল। পরে তার স্ত্রী নূরজাহান বেগম ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ২৮ জনকে আসামি করা হয়। পরে সেই বছরেই পুলিশ ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। হত্যাকান্ডের ১৩ বছর পর রবিবার বিকেলে বিজ্ঞ আদালত এ রায় প্রদান করে।
কোর্ট ইন্সপেক্টর নওয়াজেশ আলী মিয়া আরো জানান, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৯ জনের মধ্যে ৬ জন এখনও পলাতক রয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৩ মার্চ, ২০১৬/ রশিদা