আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় কলমাকান্দার গুতুরা বাজার রণক্ষেত্রে পরিণত হয়েছে।
জানা গেছে, এমপি'র ভাতিজা সুজন বিশ্বাস ইউপি মেম্বার সাইফুলকে মারধর করলে রবিবার রাতে এলাকাবাসী প্রতিবাদে সড়ক অবরোধ করে। এসময় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় কলমাকান্দা থানার ওসি ও চার কনষ্টেবলসহ কমপক্ষে ২০ জন আহত হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নেত্রকোনা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসের ভাতিজা যুবলীগ নেতা সুজন বিশ্বাস রবিবার সন্ধ্যার পূর্বে সাইফুল মেম্বারকে খেলার মাঠে ডেকে নিয়ে মারধর করে। সাইফুল ইসলাম পোগলা ইউনিয়ন পরিষদের মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে কলমাকান্দা-নেত্রকোনা সড়কের গুতুরা বাজার এলাকায় সড়ক অবরোধ করে। সুজন বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে তারা। যানবাহনে থাকা সুজনের পক্ষের লোকজনদের নামিয়ে মারধর করে। এ সময় কলমাকান্দা-নেত্রকোনা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠি চার্জ করে সড়ক অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সাথে ক্ষুব্ধ এলাকাবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশও উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড শর্ট গানের ফাঁকা গুলি বর্ষন করে। এতে ওসি ও কনষ্টেবল সহ কমপক্ষে ২০ আহত হয়।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি এ কে এম মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইউপি মেম্বারকে মারধরের ঘটনায় সড়কে যানবাহন আটকিয়ে কলমাকান্দা থেকে আসা লোকজনকে এলাকাবাসী মারধর করছিল। আমরা খবর পেয়ে তাদের ছত্রভঙ্গ করতে গেলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে চার কনস্টেবলসহ আমি আহত হই। পরিস্তিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করি।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ ২০১৬/ এস আহমেদ