সিরাজগঞ্জে সলঙ্গায় ১১৬ বোতল ফেন্সিডিলসহ নুর আলম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে আটক করা হয়।
আটক নুর আলম রংপুরের কাউনিয়া থানার রামচন্দ্রপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
জানা যায়, ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার সাবেগঞ্জ এলাকার জুবা ফুড গর্ডেন হোটেলের সামনে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে যাত্রীবাহী বাসে এক অভিযান পরিচালনা করে পুলিশ। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানীর নেতৃত্বে সার্জেন্ট আব্দুল গনি ও এএসআই মোস্তাক আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদেদর ভিত্তিতে লালমনির হাট আতিতমাড়ী থেকে ঢাকাগামী শাহ-সুন্দর পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৩৮০৭) একটি যাত্রী বাস ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার সাবেগঞ্জ এলাকার জুবা ফুড গার্ডেন হোটেলের সামনে পৌঁছলে তাতে তল্লাশি করা হয়। এসময় ১১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদক ব্যবসায়ী নুর আলমকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ, ২০১৬/ রশিদা