বাগেরহাটের মোরেলগঞ্জে জান্নাতি আক্তার (১১) নামে ৫ম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টায় বারইখালী গ্রামের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বারইখালী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী জালাল শেখের মেয়ে জান্নাতি স্থানীয় মানিক মিয়া বালিকা দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী ছিল।রবিবার রাত ১০টার দিকে মাহফিল শুনে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরেই বিষয়টি তার স্বজনেরা থানা পুলিশকে অবিহিত করেছিলেন।
থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, শিশুটিকে অপহরণ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৩টা পর্যন্ত পুলিশ ও জান্নাতির স্বজনেরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। নিখোঁজের ১২ ঘণ্টা পরে আজ সকাল ১০টার দিকে মাহফিল মাঠের পার্শ্ববর্তী খালের ঝোঁপের নিকট স্থানীয়রা জান্নাতির মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে জান্নাতীকে তার স্বজনদের কেউ পরিকল্পিতভাবে ধরে নিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে তার পিতা জালাল শেখসহ অনেকে।
মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক মিঠু, থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ, ২০১৬/ রশিদা