সিরাজগঞ্জের বেলকুচিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোর চারটার দিকে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী সাইফুল প্লাজার মেসার্স সালমা ফ্যাশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুল ইসলাম জানান, সোমবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দোকানটিতে আগুনের সুত্রপাত ঘটে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ কর হয়। ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে দোকান মালিক আমির চাঁদের দাবি, আগুনে দোকানের সকল মালামাল পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ, ২০১৬/ রশিদা