শরীয়তপুরের মনোহর বাজার এলাকায় ট্রাক খাদে পড়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সোমবার সকালে জেলার মনোহর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকালে মাদারীপুর থেকে ব্রিজ নিমার্ণের সামগ্রী নিয়ে যাওয়ার সময় মনোহর বাজার এলাকায় সামনের চাকার টায়ার ফেটে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় চালকের সহকারী টুটুলসহ ট্রাকে থাকা ৪ জন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সহকারী টুটুলকে মৃত বলে ঘোষণা করে। আহত অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ, ২০১৬/ রশিদা