বগুড়ার নন্দীগ্রামে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনার বিচার দাবিতে মাঠে নেমেছে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী। সোমবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ওমরপুর-তালোড়া সড়কে মানববন্ধনসহ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এসময় অভিযুক্ত ধর্ষক ফরিদ উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ আফছার আলী, ইউপি চেয়ারম্যান আফছার আলী, ইউপি সদস্য শহিদুল ইসলাম, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, শনিবার রাতে নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম গ্রামে ধর্ষণের শিকার হয়ে মাদরাসা পড়ুয়া ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মরিয়ম খাতুনের (১১) মৃত্যু হয়। এঘটনায় এলাকাবাসী ফরিদ মিয়া (২৮) নামের এক যুবককে ধর্ষণের অভিযোগে আটক করে পুলিশে দিয়েছে।
বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, ধর্ষণের পরে শিক্ষার্থীর মৃত্যুর মূল কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশের ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ, ২০১৬/ রশিদা