নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষির হাট বাজার ও পোরকরা গ্রামে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহিদের কর্মীদের সাথে গ্রামবাসীর ব্যাপক সংঘর্ষ চলছে। সকাল ১১টা থেকে থেমে থেমে চলা এই সংঘর্ষে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া সংঘর্ষে সোমবার বিকাল পর্যন্ত অন্তত অর্ধশত আহত হয়েছেন।
এ সময় চাষির হাট বাজারে অবস্থিত হিজবুত তাওহিদের কার্যালয় ভাংচুর ও একটি বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধ লোকজন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার এম এম আশরাফুজ্জামানের নেতৃত্বে দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, গত কয়েক বছর থেকে পোরকলা গ্রামে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহিদের কর্মীদের সাথে স্থানীয় মুসল্লিদের নানা বিষয়ে বিরোধ চলে আসছে। মুসল্লিদের অভিযোগ, নেতা হুমায়ুন খান পন্নীর অনুসারী হিজবুত তাওহিদের কর্মীরা এলাকায় ইসলাম বিরোধী নানা রকম কর্মকাণ্ড চালিয়ে আসছে। দুই বছর আগে স্থানীয় লোকজনের বাধার মুখে তারা এলাকা ছাড়া হয়। গত ২৪ ফেব্রুয়ারি চাষির হাটে সমাবেশ করে তারা উসকানিমূলক বক্তব্য দেয়। এতে লোকজন আরো ক্ষুদ্ধ হয়ে ওঠে। গত কয়েক দিন থেকে সংগঠনের বহিরাগতদের আনাগোনা বাড়ে। এনিয়ে সোমবার স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়ে আসার সময় চাষির হাটে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বেলা বাড়ার সাথে সাথে সংঘর্ষ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এতে অন্তত অর্ধশত লোক আহত হয়।
বিডি-প্রতিদিন/১৪ মার্চ ২০১৬/ এস আহমেদ