যশোরের চৌগাছায় স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দুজনকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন সাবানা খাতুন ও আব্দুল আলিম।
আজ সোমবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো: শরীফ হোসেন হায়দার এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা কারাগারে আটক রয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ৯ মার্চ রাতে চৌগাছা উপজেলার আজমতপুর গ্রামের আব্দুর রাজ্জাককে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন তার স্ত্রী সাবানা খাতুন ও স্ত্রীর প্রেমিক আব্দুল আলিম। এ ঘটনায় নিহতের ভাই মিন্টু বাদি হয়ে ১১ মার্চ চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্ত্রী সাবানা খাতুন ও আব্দুল আলিমকে আসামি করা হয়। আব্দুল আলিমের সাথে সাবানা খাতুনের পরকিয়া সম্পর্ক ছিল। এ সম্পর্কের জের ধরে তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দীও দেন সাবানা খাতুন। স্বাক্ষ্য-প্রমাণে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রমাণ হওয়ায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। মামলার রায়ে সরকার পক্ষের আইনজীবী আবু সেলিম রানা সন্তোষ প্রকাশ করে বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের সর্বোচ্চ দণ্ড দিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন