কুমিল্লায় ইউনিয়নের নেতাদের সাথে আলোচনা না করে ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান মনোনয়ন দিয়ে তালিকা ঢাকায় পাঠানোর অভিযোগ উঠেছে। সোমবার কুমিল্লা নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে আমড়াতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তৃণমূলের মতামতে প্রার্থী মনোনয়ন দিতে। সারা বছর আমরা মঠে রাজনীতি করি কিন্তু প্রার্থী নির্বাচনে আমাদের কোনো মতামত নেয়া হয়নি। সদর উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি বিএনপি থেকে আসা লোকজনকে এবং খারাপ মানুষদের মনোনয়ন দিয়েছে। আমরা এ বিষয়ে দলের সভানেত্রীর হস্তক্ষেপ কামনা করছি। সঠিক সমাধান না পেলে আমরা ইউনিয়নের নেতৃবৃন্দ পদত্যাগ করবো। সংবাদ সম্মেলনে কুমিল্লা সদর উপজেলার ৬ ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ, ২০১৬/ রশিদা