রাঙামাটি পৌরসভায় ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জামাল উদ্দীন প্যানেল মেয়র নির্বাচিত হয়েছে।
সোমবার সকাল শহরের পৌসভা কার্যালয়ে রাঙামাটি মেয়র মো. আকবর হোসেন চৌধুরী নেতৃত্বে অনুষ্ঠিন ভোট কার্যক্রম শুরু হয়।
এসময় রাঙামাটি পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাইনুল ইসলাম, রাঙামাটি পৌরসভার সচিব উমেশ রায় উপস্থিত ছিলেন।
১০টায় রাঙামাটি পৌরসভার ৯জন ওয়ার্ড কাউন্সিলদের নিয়ে ভোট শুরু হয়। এসময় প্যানেল মেয়র পদে প্রতিদ্বন্ধীতা করেন- ১নং ওয়ার্ডের মো. হেলাল উদ্দীন, ৭নং ওয়ার্ডের মো. জামাল উদ্দীন, ৮নং ওয়ার্ডের কালায়ন চাকমা, ৯নং ওয়ার্ডের বেলার হোসেন টিটুসহ সংরক্ষিত মহিলা আসনে সোমা বেগম পূর্ণিমা ও জুবায়তুন নেছা।
এসময় সর্বোচ্চ ৬ভোট পেয়ে প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত হয় ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলরে মো. জামাল উদ্দীন।
এব্যাপারে রাঙামাটি মেয়র মো. আকবর হোসেন চৌধুরী বলেন, সকল কাউন্সিলদের সর্বসম্মতি ক্রমে রাঙামাটি পৌরসভা কার্যালয়ে প্যানেল মেয়র ভোট হয়েছে। সুষ্ট ও সুন্দর পরিবেশে মধ্যে ভোটগ্রহনও সম্পন্ন হয়েছে। আর সর্বোচ্চ ভোটে প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন রাঙামাটি ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো.জামাল উদ্দীন।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন