ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকার ছাগলবান্দা নামক স্থানে সোমবার দুপুরে ট্রাক চাপায় সায়েরা খাতুন হিরা (৩৫) ও রবিউল ইসলাম লাটু (৫০) নামে দুইজন নিহত হয়েছেন। এ সময় নজরুল ইসলাম ও মামুনসহ তিনজন আহত হন।
নিহত সায়েরা খাতুন সদর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। নিহত অপর ব্যক্তি সদর উপজেলার ফুরসন্দি (পাকা) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আহতদের মধ্যে ১ জনকে মাগুরা ও দুইজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে হাটগোপলপুর বাজার থেকে যাত্রী বোঝায় একটি ব্যাটারী চালিত ভ্যান তিওরদা ছায়াইল সড়কের ছাগল বান্দা মোড়ে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকটিকে আটক করেছে পুলিশ। স্থানীয় হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ জিয়ারুল ইসলাম জানান, লাশ দুইটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন