মাদারীপুরের কালকিনি-কুলপদ্দি মাদরা সড়কে দুর্ঘটনা এড়াতে সড়কের বাঁকে থাকা কালকিনি পৌর এলাকার গদাধরদী জামে মসজিদ অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছেন মসজিদের মুসল্লিরা। দাবি আদায়ে আজ সোমবার সকালে মসজিদের সামনের সড়কে তারা বিক্ষোভ করেন।
মসজিদের মুসল্লি মুজাফ্ফর হোসেন, হাবিব হওলাদার, ফজলে ফকির, তৈয়ব আলী শরিফ, সিকিম আলী, ইউসুব হাওলাদার, বাদশা শরীফ, সিরাজ হাওলাদার, সালাম হাওলাদার, মামুন, সাহাবুদ্দিন, কালাম, জব্বার, এসকেন, আজিজুল, মজিবর, কবির, খবির সহ ৫০/৬০জন অভিযোগ করে বলেন, ''মাদারীপুর জেলার সাথে কালকিনি উপজেলাবাসীর যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক হল কালকিনি-কুলপদ্দি মাদরা সড়ক। কিন্তু উক্ত সড়কের পাশে আমাদের গদাধরদী জামে মসজিদটি থাকার কারণে দুইটি অন্ধ বাঁকের সৃষ্টি হয়েছে। একারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণহানী ঘটার পাশাপাশি অনেকে পঙ্গুত্ব বরণ করছেন। তাই জনস্বার্থে সড়কটি সোঁজা করতে আমরা আমাদের মসজিদটি অন্যত্র স্থানান্তরের দাবি জানাই। আর সেটি বাস্তবায়নের জন্য ধনাঢ্য ব্যক্তি ও সরকারের সহযোগিতা কামনা করছি।
বিডি-প্রতিদিন/১৪ মার্চ ২০১৬/ এস আহমেদ