নাটোরের নলডাঙ্গায় গম ক্ষেত থেকে অজ্ঞাত (১৫) এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার খাজুরা ডাঙ্গাপাড়ার একটি গম ক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর দত্ত ও এলাকাবাসী জানান, উপজেলার খাজুরা ডাঙ্গাপাড়ার একটি গম ক্ষেতের ভিতরে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের বিবস্ত্র মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অন্য কোথাও তাকে হত্যার পর মৃতদেহটি এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
এদিকে নিহতের পরিচয় খুঁজতে আশেপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন