বাগেরহাটের মোরেলগঞ্জে জবেদ আলী মল্লিক (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশি এক মাদকসেবী।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বারইখালী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক বিতণ্ডার এক পর্যায়ে প্রতিবেশী কালাম খলিফার ছেলে মাদকাসক্ত রাজীব খলিফা (২৫) বৃদ্ধ জবেদ আলীকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। রাজীব একজন ভ্যান শ্রমিক এবং মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে এলাকাবাসী। এঘটনার পর পলাতক রাজীবকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলে থানা সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৬/মাহবুব