দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ইটভাটার দেয়াল ধসে চাপা পড়ে কামরুজ্জামান সাকিম (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শ্রমিক।
শুক্রবার দুপুরে উপজেলার হরনাথপুর নয়াপাড়া আরটিবি ইটভাটায় এ ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান উপজেলার হরনাথপুর নয়াপাড়া গ্রামের মৃত সাখওয়াৎ আলীর ছেলে।
আহতরা হলেন, একই গ্রামের মোস্তফা আলীর ছেলে আব্দুল বারী ও খৈষলামপুর গ্রামের অবিনাশ চন্দ্রের ছেলে মিন্টু চন্দ্র (২৫)।
স্থানীয় সূত্র জানায়, হরনাথপুর আরটিবি ইটভাটার ফাঁটল ধরা দেয়ালের পাশে একটি ট্রাক্টরে ইট তোলার সময় দেয়ালটি ধসে তিন শ্রমিক চাপা পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার সময় কামরুজ্জামানের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন