ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দেওখোলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঁন মিয়া (৫২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় ভাই ও তার স্ত্রী জোবেদা খাতুনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তাদের আটক করা হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে চাঁন মিয়ার সঙ্গে তার ভাই মোয়াজ্জেমের বিরোধ চলে আসছিল।
এ ঘটনায় বৃহস্পতিবার চাঁন মিয়াকে লাঠি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন মোয়াজ্জেম ও তার ছেলেরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় চাঁন মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন