লাইন মেরামতের কাজ দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব উদ্দিন (১৪) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার রূপপুর দক্ষিণ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্র ও রূপপুর গ্রামের আবু সাঈদের ছেলে। এ ঘটনায় স্থানীয়রা মেরামতকারী পল্লী বিদ্যুতের কর্মচারীদের অবহেলাকে দায়ী করে তাদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছনি।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, সকালে পল্লী বিদ্যুতের কর্মচারীরা লাইন মেরামত করার পর বিদ্যুৎ সংযোগ দেয়। হঠাৎ একটি তার ছিঁড়ে রাকিবের শরীরের লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে বলেও তিনি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ, ২০১৬/ রশিদা