সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ জাকির হোসেন ও বিদ্রোহী প্রার্থী খালিদুর রহমান বাবুর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে দলীয় ও নির্বাচনী অফিসসহ ৫টি অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় দুটি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খালিদুর রহমান বাবু জানান, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর কর্মী-সমর্থকরা তার চাকলা, কুড়িকাউনিয়ার কলতলা ও সুভদ্রকাটি গ্রামের নির্বাচনী অফিসে ভাংচুর চালায়। তারা এ সময় বাবুর চাচা বিপুল তরফদারকে পিটিয়ে আহত করে।
অপরদিকে, আওয়ামী লীগ দলীয় প্রার্থী শেখ জাকির হোসেন জানান, গভীররাতে প্রতাপনগর ইউনিয়নের কর্মকারপাড়া ও হাইস্কুল মোড়ে অবস্থিত নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন দেয় বাবুর কর্মী-সমর্থকরা। ওই সময় তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ ব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ, ২০১৬/ রশিদা