পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে দেয়া এ আগুনের জন্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেদায়েতুল ইসলাম (মিস্টার) ও তার কর্মীদের দায়ী করে নৌকা মার্কার কর্মী-সমর্থকরা।
আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী দিদারুজ্জামান শিমুলের কর্মীদের দাবি, শুক্রবার সন্ধ্যায় রাজারকাঠী বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেদায়েতুল ইসলাম মিস্টারের কর্মী সজল খান, ইউনুস, মোস্তফা ও এরশাদের সঙ্গে নির্বাচন নিয়ে তাদের কর্মীদের ঝগড়া হয়। রাতে তারাই কার্যালয়টি পুড়িয়ে ফেলেছে।
এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেদায়েতুল ইসলাম জানান, আওয়ামী লীগ কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনা একটি সাজানো নাটক। ওই এলাকায় শতকরা ৮০ ভাগ ভোট তিনি পাবে। তাদের ফাঁসানোর জন্য আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা নিজেরাই এ কাজ করেছে।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ, ২০১৬/ রশিদা