ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের শিবির সভাপতি আবুজার গিফারিকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ পরিচয়ে মুখোশধারী সাদা পোশাকের লোক। শুক্রবার দুপুরে চাপালী গ্রামের মসজিদ থেকে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে দু’টি মোটরসাইকেলে ৪ জন মুখোশধারী আবুজারকে তুলে নিয়ে যায়।
আবুজার গিফারি চাপালী গ্রামের নুর ইসলামের ছেলে ও যশোর সরকারি এমএম কলেজের বাংলা তৃতীয় বর্ষের ছাত্র।
তবে কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন ও ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি এমএ হাশেম আবুজার গিফারি আটকের বিষয়টি অস্বীকার করেন। তারা জানান, তাদের কোনো টিম তাকে আটক করেনি।
এদিকে, অপহরণের ১৬ দিন পর ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমির নুর মোহাম্মদকে ১৫টি বোমা, ৪০ কেজি বিস্ফোরক দ্রব্য ও বিপুল পরিমাণ জিহাদি বইসহ আটক করা হয়েছে বলে পুলিশের দাবি। বৃহস্পতিবার গভীর রাতে তাকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ পুলিশের পক্ষে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গত ২ মার্চ ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে সাদা মাইক্রোবাসে করে নুর মুহাম্মদকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ, ২০১৬/ রশিদা