চট্টগ্রামে এক নারী শ্রমিককে ধর্ষণ এবং ধর্ষণের সহায়তার অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বায়েজীদ থানাধীন চন্দ্রনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন: হাছান প্রকাশ জয়, তার তিন সহযোগী ওমর ফারুক, জোবায়ের হোসেন এবং শরীফ উদ্দিন।
বায়েজীদ থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গত শুক্রবার সন্ধ্যায় এক পোশাক শ্রমিককে ধর্ষণ করে জয়। তাকে এ কাজে সহায়তা করে গ্রেফতারকৃত বাকি তিনজন। রাতে ওই শ্রমিক থানায় এসে অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ, ২০১৬/ রশিদা