বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটেছে। এ সময় এক মেম্বার প্রার্থীর স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতার দোকান লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার দুপুর ১টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারকাজে থাকা দুই মেম্বার প্রার্থীর কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটেছে। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মেম্বার প্রার্থী ফরিদুল ইসলাম, তার স্ত্রী রিমা বেগম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ ৬/৭জন আহত হয়েছে এবং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের দোকান তছনছ ও লুট হয় বলে অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী ফরিদুল ইসলাম ও মৃধা জসিম উদ্দিনকে থানায় নিয়ে গেছে।
মেম্বার প্রার্থী জসিম উদ্দিনও পাল্টা অভিযোগে জানান, ফরিদুল ইসলামের লোকজন অতর্কিতে তার উওপর হামলা ও সিরাজুল ইসলামের দোকান লুট করেছে।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ, ২০১৬/ রশিদা